রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রায়পুর থানার দেয়ালে গ্রাফিতি আঁকছে শিক্ষার্থীরা 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুর থানার দেয়ালে গ্রাফিতি আঁকছে শিক্ষার্থীরা 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকার বদলের সঙ্গে বদলে যাচ্ছে দেশের বিভিন্ন দেয়ালের রুপ। দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা। 

সেই ধারাবাহিকতার লক্ষ্মীপুরের রায়পুর থানার সিমানার দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাফিতি। দেওয়াল লিখনের পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের ভূমিকায় কাজ করছেন শিক্ষার্থীরা।

গত কিছুদিন থেকে শিক্ষার্থীরা থানার সীমানা দেয়ালের নোংরা ময়লা-আবর্জনা পরিষ্কার করে। এরপর মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে গ্রাফিতি ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নিজেরাই অর্থ জোগাড় করে রং ও আঁকার সরঞ্জাম কিনে মেতে উঠেছেন দেয়াল পরিষ্কার করে গ্রাফিতি লেখাসহ নানা পঙক্তি লেখার কাজে। 

এসব গ্রাফিতিতে অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সামপ্রদায়িক সমপ্রতি, সমাজের-রাষ্ট্রের সংস্কার, ঘুস-দুর্নীতি বন্ধ করা। আছে নতুন বাংলাদেশের স্বপ্নের কথাও।

এসময় সময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবায়ের, আবদুল মোতালেব, সাব্বির, কমিট টু চেঞ্জের লক্ষ্মীপুর জেলা ভাইস প্রেসিডেন্ট নাজনীন আরা প্রীতি প্রমুখ।

টিএইচ